সামাজিক বন বিভাগ, কুষ্টিয়া, ম.আ. রহিম সড়ক (পিটিআই রোড), কুষ্টিয়া। কুষ্টিয়া, মেহেরপুর , চুয়াডাংগা জেলা সমন্বয়ে কুষ্টিয়া সামাজিক বন বিভাগ গঠিত। তিন জেলার সকল বনায়ন কার্যক্রম এখান থেকে তত্বাবধান করা হয়।
প্রশাসনিক এলাকাঃ ক) কুষ্টিয়া জেলা খ) মেহেরপুর জেলা গ) চুয়াডাঙ্গা জেলা।
সামাজিক বন বিভাগ, কুষ্টিয়া (কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলা) এর প্রশাসনিক পটভূমিঃ
‘‘কুষ্টিয়া বন সম্প্রসারণ’’ বিভাগ নামে ১৯৮১-১৯৮২ সনে একটি স্বতন্ত্র বন বিভাগ চালু হয়। এ বন বিভাগের আওতায় ০৩ টি প্রশাসনিক জেলার (কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা) ১৩ উপজেলায় কার্যক্রম ৬টি এসএফএনটিসি এর মাধ্যমে নিয়ন্ত্রিত হতো। একজন উপ-বন সংরক্ষক পদ মর্যাদার বিভাগীয় বন কর্মকর্তা যাবতীয় কর্মকান্ড পরিচালনা করেন। বন অধিদপ্তরের সাংগঠনিক কাঠামো পুনর্বিন্যাসের আওতায় এ বন বিভাগ ‘‘সামাজিক বন বিভাগ’’ কুষ্টিয়া নামে প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে। এ বন বিভাগে ০২টি সামাজিক বনায়ন জোন, ৬টি এসএফএনটিসি এবং ৬টি এসএফপিসি রয়েছে। প্রতিটি জোনে ১ জন সহকারী বন সংরক্ষক, এসএফএনটিসিতে ফরেস্ট রেঞ্জার/ডেপুটি রেঞ্জার/ফরেস্টার এবং এসএফপিসিতে ফরেস্টার/বন প্রহরী নিয়োজিত থাকেন।
*** SFNTC : সোস্যাল ফরেস্ট্রি নার্সারী এন্ড ট্রেনিং সেন্টার।
*** SFPC : সোস্যাল ফরেস্ট্রি পস্ন্যানটেশন সেন্টার।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস